বলতে গেলে অনেক কড়া কথা বলতে হবে। রাজ্যপালের অফিসের দিকে কাদা ছোঁড়া বন্ধ করুন। বাথরুমে গিয়ে আয়নায় নিজেদের মুখ দেখুন। মুখের নোংরা পরিস্কার করুন। এদিন কার্যত তিতিবিরক্ত ভঙ্গিমায় এমনই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। গত বুধবার রাজ্য বিধানসভায় রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্বার্থসিদ্ধির জন্য রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করেন তিনি। সরকারের কাজে এক্তিয়ার বহির্ভূতভাবে তিনি হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ করা হয়। তারপর এদিন রাজ্যপালের কাছে এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাগত কণ্ঠে এই প্রতিক্রিয়া দেন তিনি।
অবশ্য রাজ্যপালের বক্তব্যকে মানতে রাজি নয় তৃণমূল। রাজ্যপালের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ রাজ্যপাল রাজনৈতিক নেতার মত কথা বলছেন। যা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর পক্ষে কখনই খুব ভাল ইঙ্গিত নয়। এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল দেখা করে। লিখিতভাবে তারা জানায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। এটা কখনই অভিপ্রেত নয়। এতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আসছে।