কেষ্টপুরে এক তরুণীকে অপহরণের চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ৫ যুবককেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। আটক করা হয়েছে তাদের ব্যবহৃত গাড়িটিকেও। ঘটনার সূত্রপাত রাত ১০টা নাগাদ। পুলিশ সূত্রের খবর, ওই তরুণী সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তিনি ওই সময়ে বাড়ি ফিরছিলেন। বৈশাখী হয়ে ফুটব্রিজ পার করে তাঁর কেষ্টপুরের মুখে আসার কথা। সেইমত কেষ্টপুরের ফুটব্রিজের কাছে পৌঁছতে আচমকাই তরুণীর পথ আটকায় একটি গাড়ি। অভিযোগ গাড়িতে বসা ৫ যুবক তাঁকে প্রথমে কটূক্তি শুরু করে। যুবকরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। কটূক্তিকে গুরুত্ব না দিয়ে এগোতে গেলে তরুণীকে জোর করে গাড়িতে তুলে অপহরণেরও চেষ্টা করে তারা। তরুণী চিৎকার শুরু করলে আশপাশ থেকে লোকজন চলে আসেন। বেগতিক বুঝে তরুণীকে ফেলেই দ্রুত পালায় ওই যুবকরা। পরে পুলিশ এসে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পর তৎপরতার সঙ্গেই ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই ৫ অভিযুক্তকে। তদন্ত শুরু হয়েছে।
কেষ্টপুরের ওই ফুটব্রিজ সল্টেলেকের সঙ্গে ভিআইপি রোডের একটি খুব সুন্দর সংযোগের কাজ করে। ফলে যাঁরা ভিআইপি রোড সংলগ্ন কেষ্টপুর, বাগুইআটি, কৈখালি বা এয়ারপোর্টের কাছে থাকেন তাঁরা ওই ফুটব্রিজ হয়ে খুব সহজেই পৌঁছে যান ভিআইপিতে। তারপর সেখান থেকে বাড়ি ফেরার গাড়ি ধরেন। ব্যস্ত সেই ফুটব্রিজ দিয়ে নিত্য বহু মহিলার যাতায়াত। সেখানে এমন এক ঘটনায় সকলের মধ্যেই আতঙ্ক পেয়ে বসেছে।