তাঁর অপরাধ ছিল তিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। সে কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল স্পাইসজেট কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হন জিজা ঘোষ। তাঁর অভিযোগ ছিল সময় নষ্ট, টাকা নষ্ট তো বটেই সেইসঙ্গে এই ঘটনায় তাঁকে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ২০১২ সালে ঘটা সেই ঘটনায় ৪ বছর লড়াইয়ের পর অবশেষে বিচার পেলেন তিনি। জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়ার জরিমানা হিসাবে স্পাইসজেটকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেরিব্রাল পালসিতে আক্রান্ত জিজা ঘোষকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে স্পাইসজেটকে। এদিন আদালতের নির্দেশ শোনার পর ঘটনার জন্য জিজা ঘোষের কাছে ক্ষমাপ্রর্থনা করেছে স্পাইসজেট। প্রসঙ্গত কলকাতা থেকে গোয়াগামী বিমান থেকে তাঁকে ৪ বছর আগে নামিয়ে দিয়েছিল স্পাইসজেট কর্তৃপক্ষ।
Leave a Reply