
যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এদিন রাস্তায় নামলেন শিক্ষক, অশিক্ষক সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজন। শিক্ষা সংগঠনগুলির যৌথ মঞ্চের ডাকে এই মিছিল বৃহস্পতিবার বিকেলে গোলপার্ক থেকে যাত্রা শুরু করে। শেষ হয় এইট বি বাসস্ট্যান্ডে। মিছিলে পা মেলান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে অধ্যাপক, শিক্ষক, কবি, চিত্র পরিচালক সহ বহু মানুষ। মিছিলে পা মেলান ছাত্রছাত্রীরাও। মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ জেএনইউ, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে জোর করে অনুপ্রবেশের চেষ্টা করছে এবিভিপি। যা কখনই মেনে নিচ্ছেন না তাঁরা। এইট বি পৌঁছে সেখানে একটি সভামঞ্চ থেকে বক্তব্য রাখেন অনেকে।