দুপুর তখন সওয়া ১টা। দক্ষিণের গাঙ্গুলিবাগান এলাকার বিগবাজার বিপণিতে তখন ভাল ভিড়। দোলের আগের দিন হওয়ায় কেনাকাটায় ব্যস্ত মানুষ। এমন সময়ে আচমকাই ওই বিপণিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা শপিং মল। হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসেন আতঙ্কিত গ্রাহকরা। বেরিয়ে আসেন শপিং মলের কর্মীরাও। ক্রমশ বাড়তে থাকে কালো ধোঁয়া। মলের ভিতরের অংশ ছেড়ে বাইরে ছেয়ে যায় ধোঁয়া। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলের ওপরের তলায় থাকা বাসিন্দাদের মধ্যে।
পরিবার নিয়ে বাস। একতলায় শপিং মলে আগুন লেগেছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে প্রাণ হাতে করে গোটা বাড়ি রাস্তায় নেমে আসে। ধোঁয়া পৌঁছে যায় পাশের হাসপাতালেও। ফলে সেখানে রোগী ও রোগীর আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ৪টি ইঞ্জিন নিয়ে আসা হয়। শপিং মলের জানালার কাচ ভেঙে স্থানীয়রাই ধোঁয়া বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শপিং মলটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। তবে হতাহতের খবর নেই। দমকল তদন্ত করে দেখছে আগুন লাগার প্রকৃত কারণ।