গত মঙ্গলবার ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সারা দেশে হৈচৈ পড়ে গেছে। ঘটনার নিন্দায় সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তাঁর রাজ্যেই বুধবার সকালে ভাঙা হল বিজেপির প্রাণপুরুষ তথা ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। স্থানীয় লোকজনের দাবি, এদিন সকালে বেশ কয়েকজন ছাত্রছাত্রী কেওড়াতলা মহাশ্মশানের কাছে মিছিল করে হাজির হয়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড।
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কেওড়াতলা মহাশ্মশানের কাছে একটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানো রয়েছে। সেখানে জড়ো হয়ে তারা ওই মূর্তি ভাঙতে শুরু করে। তারপর বেশ কিছুটা ভাঙা মূর্তির মুখে কালি লেপে দেয় ছাত্রছাত্রীরা। নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে দাবি করে তারা। ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার পাল্টা হিসাবেই এদিন তাদের এই কাজ বলে জানিয়েছে পড়ুয়ারা। পরে ৬ জন পড়ুয়াকে গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাজির হন এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।