
যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীরা বেহায়া। তারা নিজেরাই গায়ে পড়ে, অন্যদের নামে দোষ দিচ্ছে। যদি শ্লীলতাহানির চিন্তা ছিল তো সেখানে এসেছিল কেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেমা দেখানোকে কেন্দ্র করে এবিভিপি সমর্থকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গণ্ডগোল নিয়ে মন্তব্য করতে গিয়ে এভাবেই ছাত্রীদের কুরুচিকর শব্দে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। শুধু রাজনীতিবিদরাই নন, সমাজের প্রায় স্তরের মানুষই তাঁর এই বক্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।