অনেকটা নরেন্দ্র মোদীর পলিসি। দলে ৭৫ বছরের ওপর বয়সী নেতাদের কোনও পদ নয়। সিপিএমের রাজ্য কমিটিতেও সেই ধারাই এবার বেশ ভালভাবে জায়গা পেল। যদিও তিনি নিজেই দলের কাছে চিঠি দিয়ে বয়সের কারণে সব পদ থেকে সরতে চেয়েছিলেন। তবু দলের মধ্যেই একাংশ চাইছিলেন থাকুন তিনি। দলের প্রতি তাঁর অবদান অনেক। যদিও তাঁদের সেই আর্জি খাটল না। সিপিএম সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজ্য কমিটি থেকে বাদ দিয়েছে দল।
হালে শারীরিক অসুস্থতার কারণে দলের অনেক গুরুত্ব বৈঠকেই থাকতে পারছিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু তিনি বলেই নয়, দলের আর এক বর্ষীয়ান শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তীকেও রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন মদন ঘোষ বা দীপক সরকারের মত নেতাও। আদপে যাঁদেরই বয়স ৭৫ বছরের ওপর, তাঁদেরই রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। আর তাতে যে তাঁর সায় রয়েছে তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আগেই জানিয়েছিলেন। তবে রয়ে গেছেন শুধু বিমান বসু। তিনি এখনও যেভাবে এই ৭৭ বছর বয়সেও দলের কাজ করতে পারেন, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন সিপিএম নেতৃত্ব।