Kolkata

ভরসন্ধেবেলা যাদবপুরে তুলকালাম

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে তাতে কালি লেপে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই একটি সভার আয়োজন করেছিল হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চ। এই প্রতিবাদসভা যেখানে হওয়ার কথা ছিল সেখানে হাজিরও হতে শুরু করেছিলেন সংগঠনের সদস্যরা। এদিকে সেই সময়েই সেখান দিয়ে পাস করছিল একটি বাম ছাত্র সংগঠনের মিছিল। অভিযোগ হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের ২ জন সদস্য সেই মিছিলকে লক্ষ্য করে কটাক্ষ শুরু করেন। স্থানীয়দের দাবি, উস্কানিমূলক মন্তব্যও করা হয়। এতে পাল্টা তাঁদের দিকে তেড়ে যান মিছিলে অংশগ্রহণকারী ছাত্ররা। শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। ওই ২ ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ সভাও লাটে ওঠে।

যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের মত জনবহুল এলাকায় সন্ধের মুখে এমন ঘটনায় ছুটে আসে পুলিশ বাহিনী। দ্রুত অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে তাঁরা। অভিযোগ এই সময়ে মারমুখী ছাত্রদের আটকাতে গিয়ে দু-একজন পুলিশকর্মীও আহত হন। অন্যদিকে হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের তরফে দাবি করা হয় পুলিশের সামনেই নাকি তাঁদের মারধর করা হয়েছে। পরে অবশ্য উস্কানিমূলক মন্তব্য করার জন্য হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের সদস্য অভিযুক্ত ২ ব্যক্তিকে আটক করে যাদবপুর থানার পুলিশ। চাপা উত্তেজনা থাকলেও কিছুক্ষণ পর অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। ফিরে আসে সাধারণ পরিস্থিতি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button