সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা এবার ১১ লক্ষ ছাড়িয়েছে। গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষের কাছে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ৩টে পর্যন্ত।
প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে বিশেষ বন্দোবস্ত করেছে এবার মধ্যশিক্ষা পর্যদ। থাকছে কড়া নজরদারি বন্দোবস্ত। এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য পরিবহণে বিশেষ জোর করা হয়েছে। পৌনে ১২টায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। লেখা শুরু হবে ১২টা থেকে। এবার মাধ্যমিক পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত।