সোমবার দুপুর থেকেই কলকাতার আকাশ থেকে রোদ উধাও হয়ে যায়। সেখানে ক্রমশ নীল আকাশের দখল নেয় মেঘের আস্তরণ। সঙ্গে মৃদুমন্দ ঠান্ডা বাতাস। ভেসে আসে মেঘের গুড়গুড় শব্দ। বেশ একটা কালবৈশাখীর পরিবেশ। শুধু কলকাতা বলেই নয়, দক্ষিণবঙ্গের ৭ জেলায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। সব জায়গাতেই টিপটিপ বৃষ্টি শুরু হয় বিকেল থেকে। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনার আকাশ যত বিকেল গড়িয়েছে ততই মেঘে ছেয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকেই দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফাল্গুন প্রায় শেষ। তবে বসন্তকাল তো। তাতেই গত ২ দিন ধরে কলকাতার পারদ সর্বোচ্চ ৩৬ ডিগ্রি পার করেছে। বেলা বাড়লে রোদে থাকা দুষ্কর হচ্ছিল কদিন ধরেই। এই অবস্থায় এমন একটা মেঘলা সপ্তাহ শুরুকে বেশ তারিয়েই উপভোগ করেছেন সকলে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গত রবিবার বৃষ্টি হয়েছে। সেখানে অবশ্য একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই বৃষ্টি হয়। সোমবার সামান্য হলেও বৃষ্টি পেল কলকাতা সহ দক্ষিণবঙ্গ।