ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের অনেকদিন ধরেই একটি অত্যাধুনিক হস্টেলের প্রয়োজন ছিল। যা অবশেষে পূরণ হল। নতুন হস্টেলের একই ক্যাম্পাসে রয়েছে ছাত্রদের জন্য ৬৭টি ঘর ও ছাত্রীদের জন্য ৩৯টি ঘর। শুধু থাকার বন্দোবস্তই নয়, সেই সঙ্গে ক্যাম্পাসে রয়েছে ডাইনিং হল, সিক রুম, কমন রুম, গেস্ট রুম, ব্যাডমিন্টন কোর্ট। নবনির্মিত হোস্টেলে রয়েছে ওঠানামার সুবিধার জন্য লিফট। এছাড়া ক্যাম্পাসের প্রশাসনিক কাজের কথা মাথায় রেখে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। গত ৯ মার্চ রিমোট কন্ট্রোলের সাহায্যে এই হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকতে না পারলেও ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট তথা বিধায়ক ডক্টর নির্মল মাজি, বিধায়ক স্বর্ণকমল সাহা সহ আরও অনেকে।
হবু দন্ত চিকিৎসকদের সুষ্ঠু পড়াশোনার জন্য এই হস্টেল যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন সকলে। এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবেই দেখছেন হোস্টেল সুপার থেকে ছাত্র সংসদ। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ডক্টর অভিষেক সাঁতরা জানান, এর আগে ছাত্রছাত্রীদের অনেক দূর থেকে এসে এখানে ক্লাস করতে হত। ফলে তাঁদের অসুবিধা হত। তাঁদের সেই অসুবিধা নতুন ছাত্রাবাস তৈরির ফলে দূর হল।