Kolkata

ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার শিবাজি পাঁজা, কৌস্তুভ রায়

চিরাগ ও আরপি ইনফোসিস্টেমস-এর মালিক কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজাকে গ্রেফতার করল সিবিআই। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৫১৫ কোটি টাকা জাল কাগজপত্র দেখিয়ে ঋণ নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই ঋণ শোধ করার কোনও ইচ্ছেই ছিল না তাঁদের। কোথায় কত টাকা খরচ হয়েছে তারও নির্দিষ্ট হিসেব তাঁরা সিবিআই আধিকারিকদের দিতে পারেননি বলে অভিযোগ। সিবিআইয়ের চাহিদামত প্রামাণ্য কাগজপত্রও পেশ করতে পারেননি।

পিএনবি কাণ্ডের পর ব্যাঙ্ক প্রতারণার ক্ষেত্রে আরও কড়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিবাজি পাঁজা ও কৌস্তুভ রায়কে এর আগেও সিবিআই ডেকে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদ করেছে। বারবার সদুত্তর না মেলায় এদিন তাঁদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত এর আগেও ২০১৫ সালে এভাবেই ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন কৌস্তুভ রায়। পরে অবশ্য তিনি জামিন পান।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button