Kolkata

পথ দুর্ঘটনায় মৃত আইএসআইয়ের অধ্যাপক

বুধবার সন্ধ্যায় অটো ধরতে গিয়েছিলেন বছর ষাটেকের সি এ মূর্তি। তিনি বনহুগলির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অধ্যাপক। টবিন রোড এলাকায় তাঁর বাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, টবিন রোড যাওয়ার অটো ধরতে গিয়ে আইএসআইয়ের উল্টোদিকে বিটি রোডের ওপর বনহুগলি মোড়ের কাছে রাস্তায় পড়ে যান প্রবীণ অধ্যাপক। উল্টো দিক থেকে আসা শ্যামবাজারগামী একটি বাস পিষে দেয় তাঁকে। সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে অধ্যাপককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রতিদিনই সন্ধে নাগাদ তিনি ওই জায়গা থেকে অটো বা বাস ধরে বাড়ি ফেরেন। বাড়ি বিশেষ দূরেও নয়। অটো বা বাসে মেরেকেটে মিনিট তিনেক। বুধবারও একইভাবে অটোয় চড়তে গিয়েছিলেন অধ্যাপক মূর্তি। কিন্তু কোনওভাবে টাল সামলাতে পারেননি। প্রতিষ্ঠানের এরকম একজন সিনিয়র অধ্যাপকের দুর্ঘটনার খবর পেয়ে ছাত্ররা তাঁকে নিয়ে হাসপাতালে হাজির হন। অধ্যাপকের এমন মর্মান্তিক মৃত্যুতে আইএসআইয়ে শোকের ছায়া নেমে আসে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button