ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০টা বাজে। সল্টলেক স্বাস্থ্যভবনের কর্মীরা সবে আসতে শুরু করেছেন। একটু একটু করে বাড়ছিল কর্মব্যস্ততা। এমন সময় স্বাস্থ্যভবনের ৬ তলায় কালো ধোঁয়া নজরে আসে কয়েকজন কর্মীর। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে দেখা যায়, ভবনের ৬ তলার ইলেকট্রিক প্যানেলের ঘরে আগুন লেগে গেছে। সেই ঘর থেকেই গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। সাথে সাথে স্বাস্থ্যভবনের কর্মীরা মিলেই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। দমকলবাহিনী ডাকার কোন দরকারই পড়েনি।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলেন ভবনের কর্মচারিরাই। স্বাস্থ্যভবনের চারদিকে রয়েছে জরুরি সব নথি। এ যাত্রায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচা গেছে বলে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভবনের কর্মীরা। আগুন লাগল কারণ খতিয়ে দেখা হচ্ছে।