Kolkata

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সুরক্ষায় বিশেষ জোর

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু আগামী মঙ্গলবার। তার আগে প্রশ্নপত্রের সুরক্ষায় বিশেষ জোর দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরিদর্শক তো থাকছেনই। সেইসঙ্গে কেবলমাত্র প্রশ্নপত্রের জন্য আলাদা পরিদর্শক থাকছেন। তিনি প্রশ্নপত্র বিতরণ হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নজরে রাখবেন। কোন শিক্ষক, কোন স্কুলে, কোন ঘরে, কোন প্রশ্নের সেট নিয়ে যাচ্ছেন, কটা নিয়ে যাচ্ছেন, কখন নিয়ে যাচ্ছেন, সবই দেখবেন তিনি। এসব তথ্য একটি ফর্মে পূরণ করে পাঠাতেও হবে তাঁকে। এছাড়া প্রশ্নপত্রের প্যাকেটে থাকবে বারকোড। সময়ের আগে কোনওভাবে যেন প্যাকেট খোলা না হয় তার দিকেও থাকবে কড়া নজরদারি। শনিবার একথা জানান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

সম্প্রতি মাধ্যমিকে যেভাবে একটি স্কুলে প্রধান শিক্ষক আগেভাগে প্রশ্নপত্রের প্যাকেট খুলেছিলেন বলে অভিযোগ উঠেছে, তারপর বোধহয় আর কোনও ঝুঁকি নিয়ে চাইছেনা উচ্চমাধ্যমিক সংসদ। এর বাইরে গত বছরও বেশ কিছু সুরক্ষা বন্দোবস্ত নিয়েছিল সংসদ। সেগুলি এবারও পালন করা হবে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button