১২ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে চলছে একটি বহুতল সরকারি আবাসন নির্মাণের কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই নির্মীয়মাণ বহুতলের ৯ তলায় কাজে লেগে পড়েন শ্রমিকরা। তাঁদের দাবি, সকাল থেকেই খোঁজ মিলছিল না গৌতম শিকদার নামে এক শ্রমিকের। সোদপুরের লেনিনগড় এলাকায় প্রৌঢ় শ্রমিকের বাড়ি। তিনি বহুতলে কাঠের কাজ করছিলেন। সকাল থেকে তাঁর খোঁজ পাচ্ছিলেন না বাকি শ্রমিকরা। প্রৌঢ়ের সন্ধানে বহুতলের সবকটি তলায় তন্নতন্ন করে খোঁজ চালান বাকি শ্রমিকরা। কিছুক্ষণ পর ওই বহুতলের লিফটের গর্তের জমা জলে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় গৌতমবাবুকে।
তড়িঘড়ি গৌতমবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শ্রমিকের রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।