Kolkata

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। ভোট হবে ৩ দফায়। মে মাসের ১, ৩ ও ৫ তারিখ ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৮ মে। এদিন ঘোষণার পর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল। রাজ্যের মোট ২০টি জেলায় ভোটগ্রহণ হবে।

১ মে ভোট গ্রহণ হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও হুগলিতে। ৩ মে ভোটগ্রহণ হবে বীরভূম ও মুর্শিদাবাদে। ৫ মে ভোটগ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায়। অর্থাৎ তৃতীয় ও শেষ দফায় দার্জিলিং ও কালিম্পং বাদে উত্তরবঙ্গের সব জেলাতেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


যদি কমিশন মনে করে কোথাও পুনর্নির্বাচনের প্রয়োজন আছে তাহলে ১ মে-র পুনর্নির্বাচন হবে ৩ মে। ৩ মে-র পূনর্নির্বাচন হবে ৫ মে। আর ৫ মে-র পূনর্নির্বাচন হবে ৭ মে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button