শনিবার সকাল থেকে কলকাতায় ঠিক কতক্ষণ রোদ উঠেছে তা বলা মুশকিল। তবে তা বেশিক্ষণ নয়। বেলা বাড়লে রোদের দেখা মিললেও কিছুক্ষণের মধ্যেই তা ফের মেঘে ঢাকা পড়েছে। এদিন সকালে শহরবাসীর ঘুমও ভেঙেছে মেঘলা আকাশের আলতো আলোয়। সঙ্গে দিনভরই কমবেশি ঝোড়ো হাওয়া বয়েছে। বেলার দিকে একটু গুমোট ভাব তৈরি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকেলের দিকে কলকাতার আকাশে শুরু হয় বিদ্যুতের ঝলকানি। সঙ্গে বজ্রনির্ঘোষ। কিন্তু তারপরও বৃষ্টি হল কই! না, কলকাতায় তেমন বৃষ্টির দেখা মেলেনি।
তবে কলকাতা বৃষ্টি না পেলেও, বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে। কয়েক জায়গা থেকে শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। গত দুদিন ধরেই উত্তরবঙ্গে দারুণ বর্ষণ চলছে। সেই খবরের পর এদিন দক্ষিণবঙ্গও ভেজার জন্য মুখিয়ে ছিল। কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হয়নি। তবে হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টি হয়েছে।
বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে রাজ্যে হুহু করে ঢুকছে জলীয় বাষ্প। যা মেঘের সঞ্চার করছে। বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। ফলে এদিন না হলেও কলকাতা দু-এক দিনের মধ্যেই ভাল বৃষ্টি পেতে চলেছে বলেই মনে করছেন অনেকে।