তৃণমূল কর্মী অধীর মাইতিকে খুনের ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর জেলা দায়রা আদালত। শুধু শম্ভুনাথ কাউ বলেই নয়, অন্য ৬ জন দোষী সাব্যস্তকেও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ১ জন এই মামলায় বেকসুর খালাস পেয়েছেন। ২ জন এখনও অধরা।
২০১৩ সালে প্রগতি ময়দান থানার অন্তর্গত মাঠপুকুর এলাকায় একটি খাটাল উচ্ছেদকে কেন্দ্র করে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে খুন হন তৃণমূল কর্মী অধীর মাইতি। সেই ঘটনায় তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ সহ ১০ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। শম্ভুনাথ কাউ গ্রেফতারি এড়াতে রাজ্য ছেড়ে পালায়। পরে তাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়। সেই মামলায় গত বৃহস্পতিবার শম্ভুনাথ কাউ সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন তাদের সাজা ঘোষণা হল।