পয়লা এপ্রিলেই মরসুমের প্রথম কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। একে রবিবার ছুটির দিন। তার ওপর মেঘলা আবহাওয়ার ঠান্ডা ঠান্ডা রেশ। অন্যান্য দিনের তুলনায় তাই গতকাল একটু বেশিই ভিড় ছিল ইকো পার্কে। কলকাতার জনপ্রিয় বিনোদন পার্কে গতকাল সপরিবারে অনেকেই ঢুঁ মারতে যান। কিন্তু সন্ধ্যায় কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় ইকো পার্ক। পার্কের বেশ কিছু জায়গায় উপড়ে পড়ে বাতিস্তম্ভ। ঝড়ের দাপটে হাত ভেঙে যায় পার্কের ১ কর্মীর। আহত হন আরও অনেকে। সবথেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে জাম্পিং বেলুন রাইডে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাম্পিং বেলুনে চড়ে আনন্দ করছিল বেশ কয়েকজন শিশু। সেসময়ে প্রবল ঝড় ওঠে। দমকা হাওয়ার তোড়ে চোখের নিমেষে দড়ি ছিঁড়ে ৮-১০ ফুট দূরে ছিটকে পড়ে জাম্পিং বেলুন। যার জেরে মাথা, মুখ, থুতনিতে চোট পেয়ে জখম হয় ১৩টি শিশু। আহত শিশুদের নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন তাদের অভিভাবক ও পার্কের নিরাপত্তারক্ষীরা।
জখম শিশুদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবারই আবহাওয়া দফতরের তরফ থেকে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তারপরেও কেন জাম্পিং বেলুনে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শিশুদের চড়ানো হল তা খতিয়ে দেখছে পুলিশ।