
সল্টলেক একটি নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল মানুষের কঙ্কাল। পুলিশের প্রাথমিক অনুমান দেহটি একজন মহিলার। খুন করে ওই মহিলাকে ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল বলে মনে করছে তারা। কঙ্কালটিকে পরীক্ষার জন্য ফরেনসিক গবেষণাগারে পাঠান হয়েছে। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের ডিডি ব্লকে এই বহুতলের নির্মাণ কাজ প্রায় ১ বছর বন্ধ ছিল। হালে সেখানে ফের কাজ শুরুর পর এদিন কর্মীরা ট্যাঙ্ক পরিস্কার করতে যান। তখনই ট্যাঙ্কের মধ্যে থেকে কঙ্কালের অংশগুলি উদ্ধার হয়।