গত ৩১ মার্চ দুপুরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন টলিপাড়ার উঠতি মডেল তিয়াসা মজুমদার। বেহালার সত্যেন রায় রোডের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গত ৫ দিন ধরে যমে-মানুষে টানাটানি চলছিল। সেই লড়াই শেষ হয় বুধবার রাত ৯টা ৪০ মিনিটে। হাসপাতালের বিছানাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিয়াসা।
মৃতার পরিবার সূত্রে খবর, পেশায় মডেল তিয়াসা দক্ষিণ কলকাতার বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। কয়েকমাস যাবত স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অসুস্থতার কারণে কর্মজগতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তিয়াসাকে। যে কারণে অরিন্দম শীলের মত নামকরা পরিচালকের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করার পরেও পেশার জগতে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারছিলেন না তিয়াসা। ছোটখাটো কাজ করলেও বড় ব্রেক আসছিল না কিছুতেই। পুলিশের অনুমান, সেই হতাশা ও অবসাদ থেকেই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন বছর ২২-এর ঝকঝকে মডেল।