শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলার দিকে সামান্য রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকেল যত হয়ে আসে, ততই মেঘের আস্তরণ যেন পুরু হতে থাকে। এদিন বিকেল ৪টে নাগাদ কলকাতায় বৃষ্টি নামে। প্রবল বৃষ্টি নয়। তবে বৃষ্টি হয়েছে। মাটি ভিজেছে। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিকেলের দিকে বর্ধমানের একাংশেও বৃষ্টি নামে। বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার একাংশেও।
এদিকে শনিবার সন্ধের পর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে থাকবে বৃষ্টি। ঝড় মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্রই হওয়ার কথা রয়েছে।