রেললাইনের ধারে আবর্জনা কুড়িয়ে বস্তাবন্দি করাই ছিল তাঁর কাজ। পেটের টানে রোজ সকালে সেই কাজ করতেন বাসুদেব বিশ্বাস। রেলকলোনির বাসিন্দারা তাঁকে কাগজ কুড়ানি হিসেবেই চেনেন। সোমবার সকাল ৮টা নাগাদ ওই যুবক দমদম ক্যান্টনমেন্টের রেললাইনের ধারে কাগজ কুড়োচ্ছিলেন। সেসময়ে লাইনের ধারে আবর্জনার মধ্যে একটি টিনের কৌটো নজরে আসে তাঁর। যুবকের দাবি, কৌটোটিকে কৌতূহলবশত হাতে তুলে নেন তিনি। হাতে নিতেই জোরাল বিস্ফোরণে সেটি ফেটে যায়। একটা হাত উড়ে যায় যুবকের। বিস্ফোরণের তীব্র আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।
গুরুতর জখম যুবককে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও বম্ব স্কোয়াড। আবর্জনার ভিতর থেকে উদ্ধার হয় আরও কয়েকটি কৌটো বোমা। কৌটো বোমা বিস্ফোরণে এলাকায় তুমুল উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়। কে বা কারা এলাকায় বিস্ফোরক জাতীয় পদার্থ ফেলে রেখে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।