
জট কাটল। এ বছর রাজ্যে মেডিক্যাল জয়েন্ট সংক্রান্ত অধ্যাদেশে সাক্ষর করেছেন রাষ্ট্রপতি। দেশ জুড়ে মেডিক্যালে অভিন্ন জয়েন্ট হওয়া নিয়ে নির্দেশ সামনে আসার পর রাজ্যে মেডিক্যাল জয়েন্ট হয়নি। আগামী ২৪ জুলাই দেশ জুড়ে অভিন্ন জয়েন্ট পরীক্ষা। কিন্তু রাজ্য এবছর নিজেদের মত করে জয়েন্ট নেওয়ার ছাড়পত্র মেলার পর এখন পরীক্ষার দিনক্ষণ নিয়েই জটিলতা তৈরি হয়েছে। যদিও তা নতুন সরকার শপথ নেওয়ার পরই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিকে এ বছরের জন্য হলেও, রাজ্যে মেডিক্যাল জয়েন্ট হওয়ার খবরে পরীক্ষার্থী মহলে মঙ্গলবার খুশির হাওয়া। সকলেই এই সিদ্ধান্তে খুশি।