রাত পোহালেই বামেদের ডাকে ৬ ঘণ্টার বন্ধ। তার আগে বৃহস্পতিবার বিকেলে বাম ছাত্র সংগঠন এসএফআই ও বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে। এই বিক্ষোভ থামাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের তাড়ায় ক্রমশ পার্ক স্ট্রিটের দিকে পিছু হঠতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশও লাঠি উঁচিয়ে তাঁদের তাড়া করে। ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশের তাড়ায় পিছিয়ে আসা বাম ছাত্র-যুবরা এরপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মল্লিক বাজার মোড় অবরোধ করেন। ফলে স্তব্ধ হয়ে যায় ব্যস্ত বিকেলে মল্লিক বাজার চার মাথা মোড়ে যান চলাচল। বিক্ষোভকারীদের হঠাতে সেখানেও উপস্থিত হয় পুলিশ। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। পরে সেখানেও লাঠিচার্জ করে অবস্থা আয়ত্তে আনতে হয় পুলিশকে। বিকেল জুড়ে এই ধুন্ধুমার কাণ্ডে মল্লিক বাজার ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলে বড় প্রভাব পড়ে। অফিস ফেরত মানুষজন যানবাহন পেতে প্রবল সমস্যার সম্মুখীন হন।