Kolkata

বিকেল নামতেই ঝড় উঠল কলকাতায়, সঙ্গে হালকা বৃষ্টি

বৃহস্পতিবার দিনভর বেশ গরমেই কাটিয়েছেন শহরবাসী। তবে সেই ক্লান্তি কিছুটা হলেও মুছে দিয়েছে বিকেলের মেঘলা আকাশ আর ঝড়। এদিন বিকেল সন্ধের মুখে ঝড় ওঠে কলকাতায়। প্রবল না হলেও ঝড়ের তেজ বড় একটা কমও ছিলনা। কিছুক্ষণ ঝড়ের পর নামে বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। তবে হাওয়ার টান থাকায় বৃষ্টি হল কম। তাতেই অবশ্য শহরজুড়ে কান্তির পরিবেশ মুছে যায়। সন্ধেটা বেশ মনোরম করে তোলে ভেজা আবহাওয়া।

এদিন শুধু কলকাতা বলেই নয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভালই ঝড়-বৃষ্টি হয়েছে। ঝাড়গ্রামে দুপুর থেকেই শুরু হয় ঝড়। সঙ্গে বৃষ্টি। এদিন বিকেল থেকে ঝাড়গ্রামের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অনেক ঝাড়গ্রামবাসীকেই সন্ধের পর অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে কাটাতে হয়েছে। বৃষ্টি হয়েছে পুরুলিয়াতেও। পুরুলিয়ায় শিলাবৃষ্টিরও খবর মিলেছে কোথাও কোথাও থেকে। বৃষ্টি হয়েছে বাঁকুড়া, ২ বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও। সঙ্গে ছিল ঝোড়ো যাওয়ার দাপট।


২ দিন পরেই চৈত্রসংক্রান্তি। তার পরদিন পয়লা বৈশাখ। এদিকে ওই সময়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। হতে পারে কালবৈশাখী। ফলে বাঙালির অন্যতম উৎসবে ঝড়-বৃষ্টি বাধ সাধে কিনা সেদিকে চেয়ে অনেকেই।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button