বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিগ বাজারে আগুন লেগে আতঙ্ক ছড়াল। ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১০টা। কিছুক্ষণ আগে বিগ বাজারের দরজা খুলে গেছে সাধারণ ক্রেতাদের জন্য। নিজেদের কাজে ব্যস্ত কর্মচারিরাও। যদিও সপ্তাহের মাঝে সবে খোলা বিগ বাজারে ক্রেতাদের ভিড় তখনও তেমন জমে ওঠেনি। আচমকা বিগ বাজারের দোতলায় মহিলাদের পোশাকের বিভাগে আগুন লাগে। এক ধার দিয়ে গলগল করে কালো ধোঁয়া বার হতে দেখেন কয়েকজন কর্মী। দ্রুত খবর যায় দমকল ও পুলিশে। বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। আতঙ্কে যে কজন ক্রেতা ছিলেন তাঁরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে আসেন কর্মচারীরাও। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন।
প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে এদিন যখন আগুন লাগে তখন বিগ বাজার ফাঁকাই ছিল। ক্রেতার ভিড়ে ঠাসা অবস্থায় এই কাণ্ড হলে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন অনেকে।