কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। মেঘলা আকাশ আর সঙ্গে ঠান্ডা হাওয়ায় বেশ সুন্দর ছিল কর্মব্যস্ত দিনের সকালটা। বুধবার ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। এ সময়ে গরম চরম আকার নেয়। ভরা গ্রীষ্মে টেকা দায় হয় আমজনতার। সেখানে এদিন সকালে কিন্তু ছিল বর্ষার অনুভূতি। ভেজা গন্ধ মাখা সকাল গড়িয়ে বেলা হতেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। ঝোড়ো হাওয়ায় দাপটে এদিন মানিকতলা মেন রোডে একটি গাছ ও ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে। ব্যস্ত সময়ে আন্ডারপাসের কাছে মানিকতলামুখী রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে প্রবল যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে সল্টলেকে একটি গাছ উপড়ে পড়ে রাস্তার ওপর একটি গাড়িতে। গাড়ির চালক সহ ৩ আরোহী আহত হন। তবে আঘাত খুব গুরুতর নয়। গাড়িটি যদিও তুবড়ে গিয়েছে। কলকাতায় এদিন দুপুরের দিকে রোদের দেখা মেলে। তবে গরমের দাপট তেমন একটা ছিলনা।
কলকাতা বলেই নয়, দক্ষিণবঙ্গ জুড়েই এদিন আকাশ জুড়ে ছিল মেঘের আনাগোনা। নদিয়ায় সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল ঝড়। নদিয়ায় বাজ পড়ে এদিন ৪ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে ২ যুবক ও ২ প্রৌঢ়। এদিকে ঝড়-বৃষ্টির জেরে নদিয়ার বেশ কিছু বুথে ভোট শুরু হতে দেরি হয়। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। হাওড়ায় বাজ পড়ে ১ জনের মৃত্যু হয়। বাজ পড়ে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বাঁকুড়াতেও। এদিকে বিভিন্ন জেলায় বৃষ্টির জেরে অনেক জায়গায় ভোটের লাইনে থাকা মানুষজন সমস্যায় পড়েন।