প্রবল বৃষ্টিতে ভিজল বিকেলের কলকাতা। এদিন বেলা গড়াতেই কলকাতার আকাশে প্রচুর মেঘের সঞ্চার হতে থাকে। তবে সকাল থেকে থাকা অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয় মানুষজনকে। রাস্তা হোক বা বাড়ি, কোথাওই শান্তি ছিলনা। তবে রোদও ছিলনা। বরং যত দুপুর গড়িয়েছে ততই মেঘের আস্তরণ পুরু হয়েছে।
এরমধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। হয়ও তাই। দুপুরেই নদিয়া ও বর্ধমানের একটা বড় অংশে বৃষ্টি নামে। জানান হয় ৪০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসছে কলকাতা সহ অন্যান্য জেলায়।
কলকাতায় এদিন বৃষ্টি নামে বিকেল ৪টের পর। আকাশ কালো করে অঝোর বর্ষণ শুরু হয়। জ্যৈষ্ঠের বিকেলকে বর্ষার বিকেল বলে ভ্রম হতেই পারত যে কারও। এমনই বৃষ্টি নামে যে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। বৃষ্টির তীব্রতা ছিল যথেষ্ট বেশি। ফলে অফিসের পাট চুকিয়ে বিকেলের দিকে বাড়ি ফেরার জন্য বার হওয়া মানুষজন সমস্যায় পড়েন। তবে ভ্যাপসা গরমটা এদিনের বৃষ্টিতে অনেকটাই কেটে যায়। ফলে অস্বস্তি থেকে রেহাই পান আমজনতা। জ্যৈষ্ঠ মাস মানেই তীব্র গরম। পারদের চরম উত্থান। এবার কিন্তু মাঝে মধ্যেই তৈরি হওয়া কালবৈশাখী মেঘ বা ঘূর্ণাবর্ত, বা নিম্নচাপ অক্ষরেখা, সেই পরিস্থিতি তৈরি হতে দেয়নি। মানুষের আশা এভাবেই যদি জ্যৈষ্ঠটা টুকটাক বৃষ্টি আর মেঘলা আকাশে কেটে যায় তাহলে ভালই হয়!