কয়েকদিন টানা গরমে নাজেহাল কলকাতায় এদিন সকালেও অবস্থা খুব সুবিধের ছিলনা। ঘাম, অস্বস্তিকর গরমে নাজেহাল ছিলেন শহরবাসী। এদিকে বেলা বাড়ার পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। তবে অস্বস্তিকর গরম থেকে রেহাই মেলেনি। দুপুরের দিক থেকে শুরু হয় মেঘের গর্জন। যদিও আকাশে তখনও সূর্যের একটা আভা ছিল। এরপরই কালো করে আসে আকাশ। অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টি না হলেও বৃষ্টি কিন্তু হয়েছে। যা কিছুটা হলেও অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই দিয়েছে।
এদিন শুধু কলকাতা বলেই নয়, আশপাশের জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি হয়েছে। দুপুরের বৃষ্টিতে প্রাণ জুড়িয়েছে বাড়িতে গরমে পচতে থাকা মানুষজনেরও। তবে বিকেলের পর বৃষ্টি তেমন হয়নি। কিন্তু স্বস্তিটা বজায় ছিল।