তামাকজাত দ্রব্যের ব্যবহার যে দেশকে দিনের পর দিন ক্যান্সার আক্রান্ত দেশের তালিকায় ঠেলে দিচ্ছে তা ফের একবার আমজনতাকে বোঝানোর চেষ্টা করল দন্ত চিকিৎসকদের সংগঠন আইডিএ। আইডিএ-র পশ্চিমবঙ্গ শাখা, আইএমএ এবং নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের যৌথ উদ্যোগে গত ৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানও আয়োজিত হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ চিকিৎসক শান্তনু সেন, বিধায়ক নির্মল মাজি, চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। তামাক সেবনের অপকারিতা মানুষের সামনে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
এদিকে গত ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত আমজনতার কাছে পৌঁছে আইডিএ-র পশ্চিমবঙ্গ শাখা নানাভাবে তাঁদের সচেতন করা চেষ্টা চালিয়েছে যাতে সকলে তামাক সেবন থেকে নিজেদের দূরে রাখেন। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক রাজু বিশ্বাস দাবি করেন, রাজ্যে তাঁদের লাগাতার প্রচার কাজে এসেছে। ইতিমধ্যেই রাজ্যের ১৪টি জেলা তামাকমুক্ত। আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ তামাকমুক্ত হবে বলেই আশাবাদী তিনি।