
শুক্রবার শপথগ্রহণ গ্রহণের পর শনিবার সকাল থেকেই রেড রোডের মঞ্চ খোলার কাজ শুরু হয়। বাঁশ খোলার সময় মঞ্চের উপর দিকে থাকা এক শ্রমিকের আচমকাই পা হড়কায়। টাল সামলাতে না পেরে সোজা রাস্তায় এসে পড়েন বারুইপুরের বাসিন্দা গৌতম নস্কর। প্রচুর পরিমাণে শুরু হয় রক্তক্ষরণ। দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় গৌতম নস্করের। হাসপাতালে হাজির হন রাজ্যের দুই মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। মৃত শ্রমিকের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন তাঁরা।