প্রকাশিত হল ২০১৮ সালের মাধ্যমিকের রেজাল্ট। পাশের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষা শেষের ৭৭ দিনের মাথায় এবছর ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।
এবার মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সঞ্জীবনী দেবনাথ। সঞ্জীবনীর প্রাপ্ত নম্বর ৬৮৯। ১ নম্বর কম পেয়ে দ্বিতীয় হয়েছে শীর্ষেন্দু সাহা। বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের ছাত্র শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলাব্জা দাস ও মৃণ্ময় মণ্ডল এবং কোচবিহার সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সাহা।
এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন। গত ২১ মার্চ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি।