Kolkata

বাড়ল বাস ভাড়া, উঠল ধর্মঘট

বুধবার নবান্নে বাসমালিক সংগঠনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের প্রতি স্তরে ১ টাকা করে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। ফলত এবার থেকে বেসরকারি বাসে উঠলে ভাড়া দিতে হবে ৭ টাকা। মিনিবাসে চড়লে দিতে হবে ৮ টাকা। ২০১৪ সালে শেষ বাস ভাড়া বেড়েছিল। তার ৪ বছর পর এদিন ফের বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

তবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি এদিন পরিবহণমন্ত্রী জানান যে ডিজেলের দাম কমলে বাস ভাড়াও কমানো হবে। এই ভাড়া কমানোর বিষয়টি একটি কমিটির বিচারাধীন থাকবে বলে জানান তিনি। কমিটির নেতৃত্বে থাকবেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর বৃহস্পতিবারের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সংগঠনগুলি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button