বর্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বর্ষা এল বলে। এমনই পূর্বাভাস ছিল। প্রায় সেই রাস্তাতেই হাঁটল আবহাওয়া। গত বুধবার থেকেই মেঘ জমছিল আকাশে। বৃহস্পতিবার সকালের দিকটা রোদ থাকলেও বেলা বাড়ার পর থেকে ক্রমশ মেঘে ছেয়ে যায় তিলোত্তমার আকাশ। দুপুর থেকেই মেঘের গর্জন জানান দিচ্ছিল বৃষ্টি আসছে। হলও তাই। একেবারে মাঝ দুপুর থেকে শুরু হল বৃষ্টি।
ঝেঁপে বৃষ্টি যাকে বলে, ঠিক সেটাই এদিন হয়েছে কলকাতায়। আকাশ কালো করা মেঘ। সঙ্গে মেঘের গুড়গুড় শব্দ ক্লান্ত দুপুরে জানান দিচ্ছিল বর্ষা দরজায় কড়া নাড়ছে। কিছু পর থেকেই শুরু হয় বৃষ্টি। এদিন সকাল থেকেই ঘেমে একসা হতে হচ্ছিল সাধারণ মানুষকে। বৃষ্টি নামার পর সেই অবস্থাটা কিছুটা কাটে। কমে প্রবল অস্বস্তিকর অনুভূতিও। বৃষ্টি যে দীর্ঘক্ষণ হয়েছে তা নয়। তবে যেটুকু হয়েছে তাতে স্বস্তি পেয়েছেন শহরবাসী। এদিন কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে কমবেশি বৃষ্টি হয়েছে।