রবিবার বেলা থেকেই কলকাতার আকাশ ঢাকা ছিল মেঘের চাদরে। মাঝেমধ্যেই বৃষ্টি নেমেছে এখানে ওখানে। এরমধ্যেই দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে চলছিল ক্রিকেট প্রশিক্ষণ। ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমির এই ক্রিকেট প্রশিক্ষণে অন্যদের সঙ্গে প্রশিক্ষণ নিতেন বছর ২১-এর দেবব্রত পাল। বিকম ফাইনাল ইয়ারের ছাত্র দেবব্রত শ্রীরামপুরের বাসিন্দা। কিন্তু ক্রিকেট শিখতে এখানে আসতেন নিয়মিত। এদিন মাঠে প্রশিক্ষণ চলাকালীন দুপুরের দিকে মেঘ গুড়গুড় করে অঝোরে বৃষ্টি নামে। ছিল বিদ্যুতের ঝলকানি। সঙ্গে বজ্রপাত।
এই অবস্থায় প্রশিক্ষণ আর চালানো সম্ভব নয় বুঝে খেলোয়াড়দের উঠে আসতে বলেন প্রশিক্ষক। সব শিক্ষানবিশ ক্রিকেটারই মাঠ ছেড়ে ছুটে ঢাকা জায়গায় চলে আসতে থাকে। এই সময়ে আচমকাই ছুটে আসার সময়ে দেবব্রত পাল বজ্রাঘাতে মাঠে লুটিয়ে পড়েন। আশপাশ দিয়ে ছুটে চলা সতীর্থরা তাঁর অবস্থা দেখে দ্রুত তাঁকে সুস্থ করার চেষ্টা চালান। কিন্তু তাতে ফল কিছু হয়নি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দেবব্রতকে মৃত বলে ঘোষণা করেন। দেবব্রতর মত উঠতি ক্রিকেটারের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীরামপুরে। শোকাহত তাঁর সতীর্থরাও।