প্রতিবেশি মারা গেছেন। তাই তাঁকে দাহ করতে শ্মশানে আসা। অনেকেই দাহ করতে এসে গঙ্গায় স্নান সেরে বাড়ি ফেরেন। সেভাবেই বুধবার দুপুরে আহিরীটোলা ঘাটে গঙ্গায় স্নান করতে নামেন প্রদীপ হাজরা নামে এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেসময়ে ভাটা থাকায় গঙ্গায় বেশ কিছুটা নামতে হয় তাঁকে। এরপর জল বাড়তে থাকে। একটা বড় ঢেউয়ের মত জলের ঝাপটা এসে লাগে প্রদীপ হাজরার গায়ে। সেই ধাক্কায় টাল সামলাতে পারেননি তিনি। উল্টে যান। তারপর স্রোতের টানে ঢুকে যান পাশের জেটির তলার দিকে।
তাঁকে বাঁচাতে তারপরই বেশ কয়েকজন যুবক জলে তোলপাড় শুরু করেন। কিন্তু অনেক চেষ্টা করেও বিকেল পর্যন্ত প্রদীপ হাজরার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। প্রসঙ্গত উত্তর কলকাতার আর একটি ঘাট কাশীপুরের সাধুঘাট। এখানে গত মঙ্গলবার বিকেলে স্নান করতে নেমে জলের স্রোতে গঙ্গায় হারিয়ে যায় ১৩ বছরের বালক ভিকি। তারপর থেকে ১ দিন কেটে গেলেও তার দেহ এখনও উদ্ধার হয়নি। খোঁজ চলছে।