কারও প্যান্টের ওপর স্যান্ডো গেঞ্জি। কারও আবার সেটাও নেই। উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় শহরের রাজপথে হাঁটলেন শতাধিক তরুণ। খালি গায়ে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত গেল তাঁদের মিছিল। ব্যানার হাতে খালি গায়েই স্লোগান দিতে দিতে এগোন তাঁরা। এমন অভিনব প্রতিবাদ দেখে অনেক পথচলতি মানুষও এদিন থমকে দাঁড়িয়ে পড়েন। জানতে চান কেন এমন প্রতিবাদ? অনেক মিছিলই আশপাশ দিয়ে চলে যায়। দাবি দাওয়া জানার কোনও উৎসাহ আমজনতার মধ্যে থাকে না। কিন্তু এদিন তরুণদের খালি গায়ে প্রতিবাদ মিছিল মানুষের নজর কাড়তে সমর্থ হল।
মিছিলে পা মেলানো তরুণদের দাবি, ১ বছরের ওপর হয়ে গেছে তাঁদের রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা হয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করছে না সরকার। কাগজপত্র খতিয়ে দেখার পর্ব চলেই চলেছে। তাঁরা চান অবিলম্বে যেন তাঁদের নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আর সেই দাবিতেই এদিন তাঁদের এই খালি গায়ে পথে নামা।