রাত তখন প্রায় সাড়ে দশটা। উল্টোডাঙা মেন রোড তখনও যথেষ্ট ব্যস্ত। অভিযোগ সে সময়ে ২১৫এ এবং ২১৫এ/১ রুটের ২টি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। সেই সময়ে স্কুটিতে যাচ্ছিলেন ৩ যুবক। স্কুটি চালাচ্ছিলেন মৃন্ময় নামে এক যুবক। পিছনে বসে ছিলেন আকাশ ও বিট্টু নামে অপর ২ বন্ধু। ২টি বাস রেষারেষির সময়ে গতি বাড়িয়ে দিয়েছিল। আর সেই সময়ই বাসের সামনে পড়ে যায় স্কুটিটি। একটি বাস সজোরে এসে ধাক্কা মারে স্কুটিতে। রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। গতি নিয়ন্ত্রণে ব্যর্থ বাসের চাকায় থেঁতলে যায় স্কুটির পিছনে বসা ২ যুবকের দেহ। ওই ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হলেও মৃন্ময় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার জেরে সোমবার রাতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পরই বাস ফেলে চম্পট দেয় ২ বাসের চালক ও কন্ডাক্টর। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। চালকের খোঁজ চলছে। স্থানীয় মানুষের দাবি, ওই এলাকায় বাসের রেষারেষি নতুন কিছু নয়। পাশাপাশি তাঁদের কয়েকজনের দাবি, দুর্ঘটনায় মৃত ২ যুবকের কারও মাথায় হেলমেট ছিলনা।