আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। বৃহস্পতিবার দুপুরে চাঁদনির কাছে এলআইসি বিল্ডিং-এ আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।
এদিন দুপুরে এলআইসি বিল্ডিংটির তিনতলা থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন হাজির হয়। নিরাপদে বার করে আনা হয় সব কর্মীদের। দমকলের কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলকর্মীদের।
তবে এদিন অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই বিল্ডিং-এর কর্মীরা। চাঞ্চল্য তৈরি হয় এলাকার। কিছুক্ষণের জন্য যানজটও তৈরি হয়। যদিও তেমন বড় ধরণের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(ছবি সৌজন্যে – ঋতম হালদার)