নাগাড়ে বৃষ্টিতে জলে ভরল কলকাতার কিছু এলাকা। নিম্নচাপের জেরে রবিবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায়। সোমবারও সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। আর তার জেরেই ভেসে গিয়েছে কলকাতার কিছু কিছু অঞ্চল। কোথাও গাছ পড়ে গিয়েছে। ফলে নাকাল হতে হয়েছে মানুষজনকে।
বৃষ্টির জেরে জল জমে যায় উত্তর ও দক্ষিণ কলকাতার অনেক জায়গায়। ঠনঠনিয়া, সখের বাজার, বেহালা, পর্ণশ্রী সহ বিভিন্ন এলাকায় জমে যায়। যাদবপুরে ভেঙে পড়ে গাছ। পুরসভা তৎপরতার সঙ্গে গাছ কেটে সরিয়ে দিলেও ইলেকট্রিক পোল উপড়ে গাছটি পড়ায় দীর্ঘক্ষণ অন্ধকারে ডুবে থাকে এলাকা। তবে সোমবার বিকেলের পর জল জমে থাকার সমস্যা অনেকটাই মিটে যায়।