গ্রিল দিয়ে ঘেরা সল্টলেকের এফডি ব্লকের গোটা বাড়িটা। সুরক্ষা নিয়ে চিন্তা তেমন নেই। সেই বাড়ির সামনেই এদিন হাজির হয় কয়েকজন সেলসম্যান। বাড়ির বৃদ্ধা সদস্যকে গ্রিলের ওপারে পেয়ে তারা এগিয়ে আসে। বিনম্রভাবেই জানায় তারা একটি জিনিস বিক্রি করে বেড়াচ্ছে। যা ধাতব জিনিসের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। বৃদ্ধার কাছ থেকে একটি তাম্রকুণ্ড নিয়ে পরিস্কারও শুরু করে তারা। যদিও বৃদ্ধা তাঁদের গ্রিল পার করতে দেননি। যা করার গ্রিলের ওপারে বাইরে দাঁড়িয়েই তারা করছিল। বৃদ্ধা জানাচ্ছেন, সেলসম্যান পরিচয় দেওয়া দুষ্কৃতিরা তাম্রকুণ্ডটি পরিস্কারও করে ফেলে। এরপর বৃদ্ধা এগিয়ে গ্রিলের কাছে আসতেই তাঁর হাতে থাকা চুড়িতে কিছু ফেলে দেয় দুষ্কৃতিরা। বৃদ্ধা প্রতিবাদ করলে তারা জানায় চিন্তা নেই। তারা সোনার ওই চুড়িও চকচকে করে দেবে।
বৃদ্ধা জানান, তিনি এরপর হাত ছাড়াতে চাইলেও তারা চেপে ধরে হাত থেকে ৪টি চুড়ি টেনে খুলে নেয়। তিনি তাঁর বউমার নাম করে ডাকতেও থাকেন। কিন্তু ততক্ষণে চুড়ি হাতিয়ে পগার পার দুষ্কৃতিরা। এমন অভিনব কায়দায় চুরি নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।