
হেদুয়ায় সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১ তরুণীর। মৃতার পরিবারের দাবি, প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার পর থেকেই সাঁতার শেখানোর ওই ক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ৬টায় সাঁতার শিখতে জলে নামেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঙ্গীতা দাস। মাত্র ১৫ দিন হল তিনি সাঁতার শেখা শুরু করেছেন। সঙ্গীতার সঙ্গে এদিন অভিভাবক হিসাবে গিয়েছিলেন তাঁর পিসি। ওনার দাবি প্রশিক্ষক সঙ্গীতাকে এদিন ডুবোন জলে নিয়ে গিয়ে ছেড়ে দেন। মাত্র ১৫ দিন যে সাঁতার শেখা শুরু করেছে তাকে কিভাবে ডুবোন জলে অনুশীলন করতে নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের আরও দাবি, ডুবোন জলে নিয়ে গিয়ে প্রশিক্ষক সেখান থেকে চলেও আসেন। সাড়ে ৬টায় ওই ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার বেল পড়লে শিক্ষার্থীরা সকলেই উঠে আসেন। কিন্তু সঙ্গীতা ওঠেননি। তখন টনক নড়ে ক্লাবের। প্রশিক্ষকদের কয়েকজন জলে নেমে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর জল থেকে ভেসে ওঠে সঙ্গীতার নিথর দেহ। ঘটনায় প্রশিক্ষকের গাফিলতিকেই দায়ী করেছেন সঙ্গীতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।