উত্তর কলকাতার গ্রে স্ট্রিট। এখানেই ট্রাম লাইনের ওপর গায়ে গায়ে বাড়ির সারি। পুরনো কলকাতা। কাছেই হাতিবাগান। এখানেই রয়েছে দীর্ঘদিনের ব্রিটিশ স্থাপত্যের একটি বাড়ি। যা আসলে একটি আয়ুর্বেদ হাসপাতাল। নাম বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতাল। স্থানীয় মানুষজন তো বটেই আয়ুর্বেদ চিকিৎসায় বিশ্বাসী মানুষজনের কাছে এই হাসপাতাল যথেষ্ট পরিচিত। সেখানেই মঙ্গলবার দুপুরে আগুন লেগে যায়। যেটুকু জানা গেছে, হাসপাতালের আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করার ঘরেই আগুনটি লাগে। দমকলের ২টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। ১ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তদন্ত চলছে।
আগুন যখন লাগে তখন হাসপাতালে বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রের খবর তাঁদের দ্রুত নিচে নামিয়ে আনা হয়। আগুনে না তো হাসপাতালের কোনও বড় ক্ষতি হয়েছে, না রোগীদের কোনও সমস্যা হয়েছে। তবে কেন আগুন লাগল তা হাসপাতালের তরফেও খতিয়ে দেখা হচ্ছে।