বন্যায় বিপর্যস্ত কেরালা। বিভিন্ন রাজ্য থেকে আসছে সাহায্য। বিভিন্ন বেসরকারি সংগঠনও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়। সাধারণ মানুষও বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। কেরালার ত্রাণ তহবিলে অন্যান্য সংগঠনের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিল উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি। সমিতির তরফ থেকে ১০ হাজার টাকার অর্থ সাহায্য অনলাইন ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেওয়া হল কেরালা সরকারের ত্রাণ তহবিলে। গত বৃহস্পতিবার ‘গণভবন’ কমিউনিটি হলে উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভায় একথা জানালেন সাধারণ সম্পাদক অভিজিৎ ধর।
বিধ্বংসী ঝড় আয়লার সময়ও দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি। দক্ষিণ ২৪ পরগনার দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছিল প্রয়োজনীয় জিনিস। পথে নেমে সংগ্রহ করেছিল অর্থ, জিনিসপত্র। এবারও মানুষের প্রয়োজনে পথে নামতে চলেছে তারা। অভিজিতবাবু জানালেন, আপাতত ১০ হাজার টাকা তুলে দেওয়া হল কেরালা সরকারের হাতে। আগামী সোমবার থেকে তাঁরা পথে নেমে মানুষের থেকে অর্থ সংগ্রহ করবেন। তারপর সেই টাকাও পাঠিয়ে দেওয়া হবে কেরালার বন্যার ত্রাণে। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়