কিচেন চিমনির একটি সংস্থার ২ কর্মীকে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠল নিউ আলিপুরের এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, গত মাসে একটি দামী চিমনি কেনেন মধুমন্তী সাহা নামে এক মহিলা। চেকে টাকাও মেটান। প্রায় ৩৯ হাজার টাকার চেক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চেক বাউন্স করে বলে জানায় সংস্থা। ওই মহিলাকে সেকথা জানানো হলে তিনি নগদে দাম মিটিয়ে দেবেন বলে জানান। সেই টাকা নিতে সংস্থার ২ কর্মী হাজির হন ওই বাড়িতে।
দুপুরে মধুমন্তী সাহার বাড়িতে যাওয়ার পর তাঁদের ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। ওই পানীয় খাওয়ার পরই অমিত চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন। তাঁর সঙ্গে আসা সহকর্মী তখন বিষয়টি ফোনে সংস্থাকে জানানোর চেষ্টা করেন। অভিযোগ তখন মধুমন্তী সাহা নাকি তাঁর মোবাইল কেড়ে নেন। এরপর দেরি না করে কোনওক্রমে বাড়ি থেকে বার হয়ে পুলিশ স্টেশনে গিয়ে সব জানান ওই কর্মী। পুলিশ দ্রুত হাজির হয়ে অমিত চক্রবর্তীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গ্রেফতার করা হয় মধুমন্তী সাহাকে। যদিও তাঁর মা নির্দোষ বলে দাবি করেছেন ধৃতের মেয়ে। তাঁর দাবি, সংস্থা থেকে আসা ২ জনই ঠান্ডা পানীয় খেয়েছিলেন। যদি বিষ দেওয়াই হত তবে তো ২ জনই অসুস্থ হতেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।