কলকাতার মেয়ো রোডের সভা থেকে বিজেপি সভাপতি অমিত শাহ অভিযোগ করেছিলেন কেন্দ্রের পাঠানো টাকা ‘ভাইপো’ দুর্নীতি করে গায়েব করছে। ভাইপো বলে অভিযোগের তির যে সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল তা বুঝতে কারও অসুবিধা হয়নি। সেদিনের সভার পরই সাংসদ হুঁশিয়ারি দিয়েছিলেন মানহানির মামলা করবেন। গত মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকেও তিনি বুঝিয়ে দিয়েছিলেন তাঁর নামে কেউ বদনাম করলে তা তিনি সহ্য করবেন না। অবশেষে বুধবার ব্যাঙ্কশাল আদালতে অমিত শাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে নিজে গিয়ে মামলা দায়ের করেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই মামলা যে অমিত শাহকে কিছুটা হলেও চাপে ফেলল তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।