একটানা প্রায় ঘণ্টা দেড়েক বৃষ্টি। তাও আবার মুষলধারে। সঙ্গে বজ্রপাত। আর তার জেরেই কলকাতা সহ আশপাশের জেলার জনজীবনে পড়ল ব্যাপক প্রভাব। অনেক রাস্তায় জল জমে যাওয়ায় চলাচলে সমস্যা হয়। অনেকে বৃষ্টির সময়ে বাজ পড়তে থাকায় কাজে রাস্তায় বার হওয়ার ঝুঁকি নেননি। ফলে ব্যস্ত সময়ে থমকে যায় কাজের গতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওপর একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয়। তার জেরেই বৃষ্টি হচ্ছে। যখন হচ্ছে তখন টানা ঝেঁপে হচ্ছে। তারপর অবশ্য আকাশ আস্তে আস্তে পরিস্কার হয়ে যাচ্ছে। এদিন অবশ্য বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে গেলেও বৃষ্টি থামার পর আস্তে আস্তে তা নেমে যায়।
এদিকে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার উপক্রম হয়েছে। আবহবিদরা মনে করছেন এ সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘটাতে পারে। সেক্ষেত্রে ফের অবিরাম বৃষ্টির কোপে পড়তে পারেন বঙ্গবাসী। তবে তা যে হবেই তা এখনও পরিস্কার নয়।